পূর্ব বর্ধমান জেলা যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় রবিবার কালনা নেতাজী স্কাউটের মাঠে। চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছেলে এবং মেয়ে মিলে মোট ৩২টি বিভাগে এই প্রতিযোগিতা হয়। প্রতি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে বেছে নেওয়া হয় আগামী রাজ্য যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতাটি রবিবার অনুষ্ঠিত হয় ওয়াই এস আই নামের একটি সংস্থার উদ্যোগে। এদিন এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মত।