আন্তর্জাতিক নারী দিবসের উপহার, মহিলা সুরক্ষায় ‘পিঙ্ক বুথ’ হাওড়া সিটি পুলিশের উদ্যোগে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার বিকেলে হাওড়া ময়দানে হাওড়া সিটি পুলিশের ‘পিঙ্ক বুথে’র শুভ সূচনা হয়। এর পাশাপাশি একইসঙ্গে শহরের আরও চার জায়গায় এদিন ‘পিঙ্ক বুথে’র শুভ সূচনা হয়। হাওড়া ময়দানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, যুগ্ম কমিশনার কে শবরী রাজকুমার সহ হাওড়া সিটি পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিন আন্তর্জাতিক নারী দিবসে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে শহরের মোট ৫টি জায়গায় মহিলাদের সহায়তার জন্য চালু হয় ‘পিঙ্ক বুথ’। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, সাঁতরাগাছি, আভানি মলের সামনে ও বি.গার্ডেনে চালু হয়েছে এই পিঙ্ক বুথ।
সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে এই বুথ। প্রতি বুথে ২ জন করে মহিলা পুলিশ কর্মী থাকবেন। কোনও মহিলা সমস্যায় পড়লে এখান থেকে তৎক্ষণাৎ প্রয়োজনীয় সাহায্য করা হবে। হাওড়া ময়দানে ‘পিঙ্ক বুথ’ উদ্বোধন করে পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানান, হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার প্রতিটি থানাতেই এক মাসের মধ্যে ‘পিঙ্ক বুথ’ চালু করা হবে। হাওড়া সিটি পুলিশের এটি প্রথম প্রয়াস। এখানে সর্বক্ষণ মহিলা পুলিশ অ্যাসিস্টেন্ট বুথ থেকে মানুষকে পরিষেবা দেওয়া হবে।
এটি হাওড়া সিটি পুলিশের প্রথম ‘পিঙ্ক পুলিশ বুথ’। প্রথম টার্গেট যেসব জায়গায় পুলিশ বুথ আছে তার আশেপাশে কোনও মহিলা যদি নিগৃহীত হন বা কোনও সমস্যায় পড়েন তাহলে ওনারা পুলিশ বুথে অভিযোগ জানাতে পারেন। এদিন ৫ জায়গায় এই ‘পিঙ্ক বুথ’ শুরু করা হল। হাওড়া রেলওয়ে স্টেশন, এজেসি বি গার্ডেন থানার পাশে, আভানি মল সহ ৫টি জায়গায় এদিন ‘পিঙ্ক বুথ’ খোলা হয়েছে। আগামী দিন প্রতিটি থানা এলাকায় ১টি করে এমন পুলিশ বুথ হবে। তারপরের লক্ষ্য সেই সংখ্যা আরও বাড়ানো। পুলিশ বুথে ২ জন মহিলা পুলিশ থাকবেন।