হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নয়, পৌর নাগরিকদের কথা মাথায় রেখে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বিনামূল্যে ইসিজি পরিষেবা চালু করা হল। মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগে বুধবার থেকে চালু হলো বিনামূল্যে ইসিজি পরিষেবা। ১২ লিড হাই ফ্রিকুয়েন্সির চারটি ইসিজি মেশিন দ্বারা বুধবার থেকে বিনামূল্যে ইসিজি পরিষেবা পাবে মেদিনীপুর পৌরবাসী। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে সোমবার থেকে শনিবার পর্যন্ত পৌর নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এই ইসিজি পরিষেবা মিলতেই খুশি মেদিনীপুর পৌরসভার বাসিন্দারা।
সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে মেদিনীপুর পৌরসভার ২৫টি ওয়ার্ডের অভাবী মানুষদের বিনামূল্যে এই ইসিজি পরিষেবা দেওয়া হবে বলে জানান মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। তিনি বলেন, রাত্রে মেদিনীপুর শহরবাসীর কারোর এমার্জেন্সি অসুবিধা হলে বাড়িতে এই ইসিজি পরিষেবা দেওয়া হবে। বলা যায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ‘দুয়ারে ইসিজি’ পরিষেবা চালু হলো মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগে। মানুষের বুকে ব্যথা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা অন্যান্য হৃদরোগের সমস্যা থাকলে চিকিৎসকেরা ইসিজি করার পরামর্শ দেয়। ইসিজি হল একটি হৃদপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপের একটি গ্রাফ। এটি একটি সহজ, নিরাপদ এবং ব্যথাহীন পরীক্ষা। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনও ঝুঁকি নেই। ফলে নিয়মিত হার্ট ভাল রাখতে ইসিজি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিনামুল্যের ইসিজি পরিষেবা মেদিনীপুর পৌরসভায় চালু হওয়ায় উপকৃত হবেন পৌর এলাকার সাধারণ দরিদ্র মানুষজন বলে জানালেন পৌরপ্রধান সৌমেন খান।