চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে তেইশের বিশ্বকাপ ফাইনালের ‘শাপমোচন’ ঘটিয়ে ভারতকে শিরোপা এনে দিয়েছেন কেএল রাহুল। এই বিজয়ে গর্বিত তারকা দম্পতি সুনীল শেট্টি ও মায়েশা শেট্টি। কিন্তু সবচেয়ে বেশি আনন্দিত হবু মা আথিয়া শেট্টি।
গত বছর নভেম্বরে আথিয়া ও কেএল রাহুল তাঁদের প্রথম সন্তানের আগমনের সুখবর দিয়েছিলেন। বুধবার, আথিয়া তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি তাঁর বেবিবাম্প নিয়ে স্বামী রাহুলের সঙ্গে পার্কে হাঁটছেন এবং সোফায় বসে রাহুলের মাথা তাঁর কোলে রেখে শুয়ে আছেন। এই ছবিগুলোতে আথিয়ার মাতৃত্বের রূপ স্পষ্ট।
ছবিগুলোতে আথিয়ার বেবিবাম্প আরও স্পষ্ট, যা দেখে বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। কিয়ারা মন্তব্য করেছেন, ‘এমনই ভালোবাসায় জড়িয়ে থাকো। কুনজর দূরে থাক।’ হবু দাদু সুনীল শেট্টি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিবারের সদস্যরা সারাক্ষণ নাতি-নাতনি নিয়েই আলোচনা করেন। তিনি জানান, এপ্রিল মাসে নাতির মুখ দেখার জন্য তাঁরা দিন গুনছেন।