সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে আইপিএলের জন্য আরসিবি দলে যোগ দিয়েছেন কিং কোহলি। শনিবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সেখানেই অনেক কিছু নিয়ে মুখ খুলতে দেখা যায় এই তারকা ব্যাটারকে । বিশেষ করে বিসিসি আইয়ের জারি করা কিছু নিয়মের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। একজন ক্রিকেটারের জীবনে পরিবারের গুরুত্ব কতটা গুরুত্বপুর্ন সেটা স্পষ্ট বুঝিয়ে দিলেন বিরাট বিসিসি আইকে।
প্রসঙ্গত বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের ব্যর্থতার জেরে বিসিসি আই দশ দফা নীতি আরোপ করে। তার মধ্যে অন্যতম একটি হল ৪৫ দিনের বেশি সময়ের বিদেশ সফরে গেলে ১৪ দিন পরিবারের সাথে থাকতে পারবেন ক্রিকেটাররা। তাও প্রথম ২ সপ্তাহ পরে। সফরের সময় সীমা ৪৫ দিনের কম হলে পরিবারের সাথে ক্রিকেটাররা সময় কাটাতে পারবেন মাত্র ১ সপ্তাহ। এই নিয়েই চরম অসন্তোষ প্রকাশ করেছেন বিরাট।
এই বিষয়ে বিরাট বলেন, ” বাইরের জগতে কি হল না হল সেটা পরিবারের কাছে এসে খুলে বলার অনুভূতিটা যে কতটা তীব্র সেটা মানুষকে বোঝানো কঠিন। ” তিনি আরো বলেন, মাঠে যেটা ঘটবে সেটা কখনোই পরিবারের নিয়ন্ত্রণে থাকে না। তবুও আলোচনায় তাদেরকেই টেনে আনা হয়। এই ব্যাপারে বিরক্ত প্রকাশ করেছেন তিনি। পরিবারকে সরিয়ে রাখলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ভাবনাটা ভাবাই ভুল।
সব মিলিয়ে বিদেশ সফরে পরিবারকে সবসময়ের জন্য পাশে চান সেটা কিং কোহলি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। তারকা ক্রিকেটারের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, কোনো একটা সফর খারাপ কাটানোর পর পরিবারের সাপোর্ট ভীষণ প্রয়োজন। পরিবার পাশে না থাকলে হোটেল রুমে ফিরে বিমর্ষ মুখে বসে থাকাটা একজন প্লেয়ারের জন্য ভীষণ চাপের। প্রতিটা প্লেয়ারের একটা ম্যাচের পর মানসিক পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হওয়ার প্রয়োজন আছে। তবেই খেলার প্রতি দায়িত্ববান হওয়া যায় বলেই কিং কোহলির ধারণা।
সদ্যই শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার আইপিএল । তারপরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে যাবেন তিনি। এই প্রতিটা সফরে পরিবার পাশে থাকার প্রয়োজনীয়তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। এখন দেখার বিসিসিআই এর পরিপ্রেক্ষিতে ঠিক কি সিদ্ধান্ত নেয়।