অন্যের শিশু পুত্রকে নিজের পুত্র বলে অন্ডাল বিডিও অফিসে তার জন্ম সার্টিফিকেটের আবেদন জানায় কিশোর বালা ও পর্ন বালা নামে নদীয়ার এক দম্পতি। প্রমাণপত্র হিসাবে আবেদনের সাথে দেওয়া হয় উখড়ার একটি বেসরকারি নার্সিংহোম ও পাণ্ডবেশ্বরের বহুলা পঞ্চায়েতের নথি। পেশ করা নথি দেখে সন্দেহ হয় বিডিও’র। বিষয়টি তিনি অন্ডাল থানায় জানালে পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, শিশু পুত্রের জন্ম সার্টিফিকেটের আবেদনকারী দম্পতি আসলে নকল বাবা-মা। শিশুটি তাদের নয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে। নকল বাবা মাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে সুভাষ মন্ডল নামে ব্যক্তির নাম।
পুলিশ তাকেও গ্রেফতার করে। জানা যায় খান্দরা পঞ্চায়েতের বিশ্বেশ্বরী এলাকার বাসিন্দা ওই ব্যক্তি দম্পতিকে শিশু পুত্রের জন্ম সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত ও উখড়ার একটি বেসরকারি নার্সিংহোম থেকে জাল নথি তৈরি করে দেয়। বিনিময়ে ওই দম্পতির কাছ থেকে সে ৮ হাজার টাকা নেয় বলে বলে অভিযোগ। জাল নথি তৈরীর কারণে সুভাষকে গ্রেপ্তার করে পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বিশ্বজিৎ চক্রবর্তী নামে আরও একজনের নাম। সোমবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা যায় খান্দরা গ্রামের বাসিন্দা ধৃত বিশ্বজিৎ উখড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ম্যানেজার হিসাবে কাজ করে। শিশুটির জন্ম ওই নার্সিংহোমে হয়েছিল এই মর্মে নার্সিংহোমের লেটার হেড প্যাডে জাল নথি বানিয়ে দেয় বিশ্বজিৎ। মঙ্গলবার বিশ্বজিৎকে পুলিশ পেশ করে মহকুমা আদালতে।