চোলাই মদ খেয়ে বাড়ির স্ত্রীদের মারধর করে স্বামীরা। দিনের পর দিন সহ্য না করতে পেরে গর্জে উঠে মহিলারা। বেআইনি মদ বিক্রির প্রতিবাদে একত্রিত হয়ে এলাকার প্রমীলা বাহিনী ভাঙচুর চালালো অভিযুক্তের বাড়িতে। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত বোলুন্ডী মাঠপাড়া এলাকায়। জানা গেছে, স্বামীরা মদ খেয়ে পরিবারের লোকজনদের মারধরের পাশাপাশি গালাগালি করে। শাসকদলের লোকেদের মদতে ওই এলাকার এক বাসিন্দা অলোক সাঁতরা দিনের পর দিন বেআইনি চোলাই মদ ব্যবসা চালাতো। দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষ বাড়ির গয়না, বাসনপত্র বন্ধক দিয়ে অথবা বিক্রি করে মদ খেতে ছুটত তার বাড়িতে।
এলাকায় চারিদিকে মদের বোতল ও পলিথিন ছড়িয়ে ছিটিয়ে থাকতো। স্থানীয় স্কুলের শিশুরা মিড ডে মিল খাওয়ার পরে ওই মদের বোতল কুড়িয়ে জল খেত বলে এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই সতর্ক করেছিল। পুলিশকে বারে বারে অভিযোগ জানিয়েও কোনো কাজ না হওয়ায় বুধবার রাতে চোলাই মদ বিক্রেতার বাড়িতে চড়াও হয় এলাকার মহিলারা। প্রায় ২০০০ লিটারের উপর মদ রাস্তায় ফেলে ও মদের সরঞ্জাম নষ্ট করে দেয় তারা। এলাকায় উত্তেজনার খবর পেয়ে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। স্থানীয় মানুষ বেআইনি মদ ব্যবসা চালানোয় পুলিশের ভূমিকা নিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ আশ্বাস দিলে শান্ত হয় এলাকাবাসী।