ছাগলকে ধর্ষণ! তাও কি সম্ভব ? সম্ভব কিনা সেই বিতর্ককে পাশে সরিয়ে রেখে আপাতত এই অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে বোরোল বাজার এলাকায়। মারধরের জেরে জখম হয়েছেন ৪ জন। অভিযোগ, সোমবার ছাগলের মালিক তাঁর ছাগলকে ঘাস খাওয়ার জন্য স্থানীয় একটি মাঠে ছেড়ে দিয়ে আসেন। কিন্তু কিছুক্ষণ পর মাঠে ফিরে গিয়ে আর তিনি তার ছাগলটিকে খুঁজে পাননি। অনেক খোঁজাখুঁজির পর এক জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান তিনি। তারপর দেখতে পান স্থানীয় এক যুবক চঞ্চল দাস গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে।
ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের উপর চড়াও হয়। তাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। চারজন আহত হয়। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর ছাগলকে সঙ্গে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানাতে হাজির হন ছাগল মালিক। তবে এই ঘটনা সমানে আসতে তাজ্জ্বব হয়ে গিয়েছেন সকলে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে বলে জানা গেছে।