শব্দ দানবের মারণ তাণ্ডব থেকে রেহাই পেতে বৃহস্পতিবার বিকালে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন একত্রিত হয়ে ডি জে বক্স বন্ধের দাবি জানান। কাঁথি শহরের আউটডোর হাসপাতাল মাঠ থেকে পদযাত্রা করে কাঁথি থানার আইসির কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের আবেদন ছিল ডি জে বক্স বন্ধের। এই ডেপুটেশন গ্রহণ করে কাঁথি থানার আইসি বলেন, শুধু আইন দিয়ে ডি জে বক্স বন্ধ করা সম্ভব হচ্ছে না। এর জন্য এলাকায় এলাকায় সচেতনতা শিবির গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে পুলিশ যৌথভাবে অংশগ্রহণ করবে। তিনি এও বলেন, সচেতনতার কারণে শুক্রবার থেকে বিভিন্ন এলাকায় লাগাতার মাইকিং-এর মাধ্যমে সচেতন করা হবে।
একটি পথসভায় ডাঃ সুনীত জানা ডিজে বক্সের মারণ ভূমিকা নিয়ে বিস্তারিত বলেন। প্রতিরোধের ভাষা নিয়ে এবং কর্মপদ্ধি নিয়ে বিস্তারিত বলেন পুষ্পেন্দু বেরা। তিনি বলেন, সাহসিকতার সঙ্গে পাড়ায় পাড়ায় সংগঠিতভাবে এর প্রতিবাদ করতে হবে। তিনি প্রতিবাদ করতে গিয়ে সমাজ মাধ্যমে যেভাবে আক্রান্ত হয়েছেন তাও তিনি তুলে ধরেন। তারপরেও সমাজ মাধ্যমে সকলকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করার আহ্বান জানান। উপস্থিত ছিল বসন্ত ঘোড়াই, ডাঃ সুনিত জানা, হাজী মির্জা শাহানা বেগ, দিলীপ মাইতি, সোমনাথ ঘোড়াই, তেহরান, হাফিজ মোনাজির হোসেন, সেক আনোয়ার, স্বপ্না ঘোড়াই, হাজী মির্জা মুনজের বেগ, সেক আনসার প্রমুখ। অভিযোগ, সম্প্রতি কাঁথি এক ব্লকের চেচুড়াপুট এলাকায় কালী পুজোয় যেভাবে ডিজে তান্ডব চলেছে তাতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন, কিন্তু আক্রমণের ভয়ে প্রতিবাদ করতে পারেননি।
নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত ঘোড়াই বলেন, চেচুড়াপুটে সচেতনতা শিবির করতে গিয়ে ছাত্র, শিক্ষক এবং সাংবাদিকরা ও আক্রান্ত হয়েছিল। তবুও তাদের সচেতন করা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এই অভিযান থেকে তিনি সরে আসেন নি। আগামী দিনে এই অভিযান চলবে।