রাস্তা তৈরিতে নিম্নমানের অভিযোগ, সেই অভিযোগের সরব হয়েছিল এলাকার বাসিন্দারা। অভিযোগ তাতেই কপালে জুটেছে মার।
মালদার মানিকচকের ভূতনীর দক্ষিণ চন্ডীপুর কাটা বাঁধে সংযোগকারী রাস্তা তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকা বরাদ্দে। অথচ সেই রাস্তা তৈরিতেই উঠল নিম্নমানের অভিযোগ। প্রতিবাদ করার ফলে প্রতিবাদী এলাকাবাসীকে মারধর করার অভিযোগ উঠল ঠিকাদারের লোকজনেদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভূতনীর দক্ষিণ চন্ডীপুর কাটা বাঁধ এলাকায়।
ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, রাজ্য সরকার ১ লক্ষ ৩৫ হাজার টাকা বরাদ্দে দক্ষিণ চন্ডীপুর কাটা বাঁধের অংশে গার্ডওয়াল সহ রাস্তা তৈরি করছে। কিন্তু সেই রাস্তা তৈরির গার্ডওয়ালের কাজ হচ্ছে নিম্নমানের। গার্ডওয়ালের নিচের অংশের ঢালাইয়ে কোন লোহার রড ব্যবহার করা হচ্ছে না। পরিবর্তে কাঠের মোটা মোটা গুঁড়ি ব্যবহার করা হয়েছে।
তার উপরেই ঢালাইয়ের কাজ চলছে। এছাড়াও কাজে নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। ঘটনার প্রতিবাদ করে এলাকাবাসী। এই ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে বৃহস্পতিবার রাতেই ভূতনী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও এলাকাবাসীর তোলা নিম্নমানের কাজের অভিযোগ সাফ অস্বীকার করেছেন ঠিকাদারের প্রতিনিধিরা। তাদের বক্তব্য, নিম্নমানের কাজের কোন প্রশ্নই নেই। সিডিউল মেনেই কাজ হচ্ছে। আর এলাকাবাসীকে মারধরের অভিযোগ পুরোপুরি মিথ্যা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।