বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মেহেবুবা মুফতি। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকেও। মেহেবুবা বলছেন, “এই কঠিন অন্ধকারময় সময়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের প্রশংসাপ্রাপ্য। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, “গত এক দশকের বেশি সময় ধরে এই দেশে সংখ্যাগুরু আগ্রাসনের স্রোত সহ্য করতে হচ্ছে সংখ্যালঘুদের। যাতে ভারতের বহুত্ববাদ এবং বৈচিত্র আক্রান্ত।
বেশিরভাগ নাগরিকই ওদের এই এজেন্ডাকে প্রত্যাখ্যান করে। কিন্তু যারা এখন ক্ষমতায়, সেই ঘৃণার পুজারীরা ঘৃণা এবং বিভাজন উসকে দিয়ে বিভাজন এবং সাম্প্রদায়িকতা উসকে দিতে চায়।” মেহেবুবার বক্তব্য, এ হেন কঠিন পরিস্থিতিতেও যেভাবে মমতারা সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন, তাতে তিনি আশার রুপোলি রেখা দেখতে পাচ্ছেন। পিডিপি সুপ্রিমো চিঠিতে বলেছেন, “এই অন্ধকার সময়ে আপনাদের সাহস এবং স্বচ্ছ্বতা বিরল আশার আলো দেখাচ্ছে। বাকি সামান্য কয়েক জনের মতো আপনারা ন্যায় এবং ভারতের জাতীয় সংহতির পক্ষে সওয়াল করেছেন।” সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্যালিন এবং সিদ্দারামাইয়াকে ধন্যবাদ জানালেন মুফতি।