ভূমিকম্পে কেঁপে ওঠল কাশ্মীর, দিল্লির মতো বহু অঞ্চল। জানা যাচ্ছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তরফে জানা যাচ্ছে, ঠিক ১২টা ১৭ নাগাদ অনুভূত হয় ভূমিকম্প। যার কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল। ভূপৃষ্ট থেকে ৮৬ কিলোমিটার গভীরে।
কাশ্মীর, দিল্লি-সহ একাধিক অঞ্চলে কম্পন কম্পন অনুভব করা গিয়েছে। ঘটনার একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে, বাড়ির ভিতরে কাঁপছে আসবাবপত্র, সিলিং ফ্যান। অবশ্য এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এর আগে গত বুধবারও আফগানিস্তানে ৫.৬ মাত্রার কম্পন অনুভূত হয়। পূর্ব বাঘলান থেকে সেই ভূমিকম্পের উৎসস্থলের দূরত্ব ছিল ১৬৪ কিমি।