গত দুদিন ধরে আতঙ্ক। একা পেলেই আক্রান্ত হচ্ছে মানুষ। ইতিমধ্যে ১৫ থেকে ২০ জন মানুষকে আক্রান্ত করেছে বলে জানা গেছে। ওই অজানা জন্তুর জন্য দিশেহারা এলাকার মানুষজন। চাষিরা মাঠে কাজ করতে যেতে ভয় পাচ্ছেন। বনদপ্তর তরফ থেকে ইতিমধ্যে এলাকায় খাঁচা পাতা হয়েছে। অজানা জন্তুর আতঙ্ক হুগলীর খানাকুলের ঠাকুরানিচক উত্তরপাড়া কালিতলা এলাকায়। আতঙ্কে সন্ধ্যার পর থেকে এলাকার মানুষজন একা বেরুচ্ছেন না। জানা গেছে, দেখা গিয়েছে ভয়ংকর এক ধরনের জন্তু।
তাকে দেখে বাঘ ও বনবেড়াল বলেই মনে করছেন এলাকাবাসীরা। এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। লোকালয়ে এই ধরনের জন্তু ঘোরাফেরা করায় ভয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, কুকুর, ছাগল উধাও হয়ে যাচ্ছে। এমনও কি এলাকার ছাত্রছাত্রীদের টিউশনি ও স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছে আতঙ্কে। যদিও আরামবাগ বনদপ্তর সতর্কতা ব্যবস্থা নিয়েছেন। অজানা ঐ জন্তুটিকে ধরার জন্য এলাকায় খাঁচা পাতা হয়েছে। দু’দিন কেটে গেলও এখনও জন্তুটির কোন হদিস পাওয়া যায়নি।