সব ধর্মের মানুষের মনবাঞ্জনা পূর্ণ করার পিঠস্থান শতাব্দী প্রাচীন মায়ের ইচ্ছা কালী মন্দির সংস্কারে এগিয়ে এসেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাইপালা টাকি রোডে মায়ের ইচ্ছাকালি মন্দির আজও প্রাচীন নিদর্শন বহু অলৌকিক ঘটনা ঘটে মন্দির প্রাঙ্গণে। ভক্ত থেকে পর্যটকরা এই মন্দির প্রাঙ্গণে এসে তাদের মনো বাঞ্ছনা পূর্ণ করার জন্য ভিড় জমান। শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরে আজও দাঁড়িয়ে আছে, প্রকৃতির তান্ডবের পর অক্ষত রয়েছে এই মন্দির। একসময় ছিল মাটির ঘর, বিচুলীর ছাউনি। আজ বঙ্গদর্শনের পরিণত হয়েছে। এক প্রান্তে রয়েছে এই মন্দির, অপরপ্রান্ত রয়েছে মসজিদ।
বসিরহাট ব্রাহ্মণ ট্রাস্ট ও এলাকাবাসীর উদ্যোগে সমাজসেবী সুরজিৎ মিত্র, সমাজসেবী বলরাম সরকার, আরশাদ মোল্লার সহযোগিতায় এবার মন্দির নবরূপে সংস্কার হতে চলেছে। মন্দিরের মধ্যে রয়েছে প্রয়াত হরিপদ ব্যানার্জির সমাধিস্থল। আজও মানুষের হৃদয় ও মননে আবেগ জড়িয়ে রয়েছে এই মন্দির। মুসলিম সম্প্রদায়ের মানুষ মন্দিরে এসে প্রার্থনা করেন। সংস্কারের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। যে যার মত অর্থ দিয়ে তারা চাইছেন সবাই মিলে মিশে মন্দির সংস্কার হোক। এখানে আমরা থাকি। একদিকে মন্দির অন্যপ্রান্তে মসজিদ। উভয় সম্প্রদায় মানুষের কাছে এই প্রাচীন মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতির এক পিঠস্থান। সেবাইত মিঠু মুখার্জি বলেন, এখানে সকল ধর্মের মানুষ আসেন, তারা মায়ের কাছে প্রার্থনা করেন, তাদের মনোবাসনা পূর্ণ হয়। সবাই হাত বাড়িয়ে দিয়েছে মন্দির সংস্কারে জন্য।