পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বড়মিত্র পাড়া জি এস এফ পি বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার সময় হঠাৎই গ্যাসের পাইপ ফেটে আগুন ধরে যায় রান্না ঘরে। স্কুলে থাকা পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায়। তড়িঘড়ি তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয় পাশের একটি হাইস্কুলে। এক রাঁধুনি আগুনের তাপে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালনা দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কানলা পৌরসভার উপ-পৌরপতি তপন পড়েল।
তপনবাবু বলেন, রান্না করার সময় এই বিপত্তি ঘটে। তবে দমকলের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা গীতা মন্ডল বলেন, রান্না করার সময় হঠাৎই আগুন জ্বলে ওঠে। তড়িঘড়ি সকলেই বিদ্যালয়ের বাইরে বেরিয়ে পৌরসভা এবং থানা কে খবর দেয়া হলে তারাই দমকল কে খবর দেয়।