কাশ্মীরের পাহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের উপরে ঘৃণ্য জঙ্গি হামলা হয়, যে হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক ও এক স্থানীয় কাশ্মীরি। ঘটনার সাতদিন কেটে গেলেও নৃশংসতা ও ঘৃণ্য ঘটনার রেশ যেন কাটে নি।
প্রতিদিন প্রতিবাদে সামিল হচ্ছেন ভারতের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন মঞ্চের মানুষরা। এবার উত্তর ২৪ পরগনার বারাসাতে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস নেতৃত্ব রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় ও ক্ষোভ দেখায়। কেন্দ্র অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না তার দাবিতে তাদের ক্ষোভ। বারাসাত স্টেশন থেকে কলোনি মোড় পৌঁছে জাতীয় সড়ক অবরোধ করে পাকিস্তানের পতাকা জ্বালিয়ে তাদের এদিনের অবরোধ কর্মসূচি শেষ করলেও যুব কংগ্রেস নেতা নীলাভ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্র উপযুক্ত ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস।