দিঘার মন্দিরকে জগন্নাথ ধাম দাবি করা আসলে অহংকারের বসে করা হয়েছে বলে বললেন পুরীর মন্দিরের প্রধান দয়িতাপতি ভবানী প্রাসাদ। বুধবার দুপুরে কাঁথিতে শুভেন্দু অধিকারীর সনাতনী সমাবেশে যোগ দিয়েছিলেন পুরীর মন্দিরের প্রধান দয়িতাপতি ভবানী প্রাসাদ। সনাতনী সমাবেশেই সাংবাদিকদের পুরীর মন্দিরের প্রধান দয়িতাপতি ভবানী প্রাসাদ বলেন, ভারতের চার ধামের মধ্যে উড়িষ্যার পুরী ধাম অন্যতম।
আর কোথাও জগন্নাথ ধাম হতে পারে না। এটা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে করা হলো। অহংকার করে যদি কিছু করা হয় তা সফল হয় না। আমাকে কেন বলতে হচ্ছে যে আমি সনাতন! আজ এখানে যারা এসেছেন তারা সনাতন ধর্মের পক্ষে বিজয় পতাকা উড়ানোর জন্য এসেছেন।