Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket
Reddit

হাওড়াকে জল জমার সমস্যা থেকে মুক্ত করতে আসরে পুরসভা

হাওড়াকে জল জমার সমস্যা থেকে মুক্ত করতে আসরে পুরসভা

হাওড়া শহরে জল জমার সমস্যা নতুন কিছু নয়। ফি বছর ভারী বৃষ্টিতে শহরের অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। বুধবার সকালের বৃষ্টিতেও হাওড়ার একাধিক এলাকায় জল দাঁড়িয়ে যায়। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হাওড়ার পুরকর্তারা। তাই এবারের বর্ষার আগেই শহরের প্রতিটি ওয়ার্ডে কনজারভেন্সির সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নিতে শুরু করল হাওড়া পুরসভা। একটু বৃষ্টিতেই যাতে শহরে জল না জমে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও শুরু করল পুরসভা। সেই উদ্দেশ্যেই বুধবার হাওড়ার ৪৪নং ওয়ার্ডের কনজারভেন্সি’র সমস্যা নিয়ে ওই এলাকা পরিদর্শন করলেন সৈকত চৌধুরীর নেতৃত্বে পুর আধিকারিকরা। তার আগে এদিন কনজারভেন্সি দপ্তরের এক বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরই হাওড়ার ৪৪নং ওয়ার্ডের সমস্যা নিয়ে সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শনে যান তাঁরা।

এই বিষয়ে হাওড়া পুরসভার উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী বলেন, ‘আমরা হাওড়া পুরসভার কনজারভেন্সি দপ্তরের তরফ থেকে ৪৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলাম। তার আগে আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কনজারভেন্সি দপ্তরের সেক্টর ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে করি। সেখানে ওই ওয়ার্ড এবং সংলগ্ন এলাকার কনজারভেন্সি দপ্তরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সেই অনুযায়ী আমরা যাতে কাজগুলো করতে পারি তার নির্দেশ দেওয়া হয়েছে।

কিছু কিছু জায়গায় জল জমার সমস্যা রয়ে গেছে, ড্রেনেজ সিস্টেম লকড হয়ে গেছে যেহেতু বর্ষার আগে গ্রীষ্মকালীন কাজ এখনও অনেক জায়গায় শুরু হয়নি সেগুলো নিয়ে আমরা বৈঠকে আলোচনা করলাম। ওই এলাকার প্রধান যে ড্রেন সেটি এদিন পরিদর্শন করা হয়। দেখা যায় সেটির অবস্থা খুব একটা ভালো নয়। বর্ষা হলে যাতে সেই জায়গায় খুব একটা সমস্যা না হয় সেই ব্যাপারগুলো এদিন আমরা খতিয়ে দেখলাম। আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে ড্রেনের ডিসেলটিংয়ের কাজ শুরু করতে পারব। শহরের সমস্ত ওয়ার্ডকে জল জমার হাত থেকে যতটা সম্ভব রক্ষা করা যায় আমরা পুরসভার তরফ থেকে তার জন্য সবরকম চেষ্টা করছি।

READ MORE.....

READ MORE

Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani
Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani