জম্মু ও কাশ্মীরের মাটি থেকে সন্ত্রাসের শিকড় পুরোপুরি উপড়ে ফেলা ও সন্ত্রাসের ইন্ধনদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া। এই আবহেই শনিবার দিল্লিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সিক্রেট বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩০ মিনিটের এই রুদ্ধদ্বার বৈঠকে পহেলগাঁও হামলা উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি-সহ একাধিক বিষয়ে কথা হয় দুজনের। যদিও তাঁদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে আনা হয়নি। শনিবার দিল্লিতে যে প্রধানমন্ত্রী এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে বৈঠক হতে চলেছে তার আগাম আভাষ দিয়েছিল ন্যাশনাল কনফারেন্স।
জানানো হয়, এই বৈঠকে জম্মু ও কাশ্মীরের প্রশাসনের তরফ থেকে কেন্দ্রকে যে কোনও পদক্ষেপে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হবে। জম্মু ও কাশ্মীরের মানুষও যে পহেলগাঁও হামলার প্রতিশোধ চায় সে কথা তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কানে। এরপরই শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ৩০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক হয় নরেন্দ্র মোদি ও ওমর আবদুল্লার মধ্যে। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর এই প্রথম বৈঠক হল দুজনের।