Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

SIR প্রক্রিয়া খতিয়ে দেখতে ৩ আধিকারিককে রাজ্যে পাঠাচ্ছে কমিশন

SIR প্রক্রিয়া খতিয়ে দেখতে ৩ আধিকারিককে রাজ্যে পাঠাচ্ছে কমিশন

গোটা প্রক্রিয়া খতিয়ে দেখতে তিনজন বিশেষ অফিসারকে বাংলায় পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি বি সি পাত্র, সেক্রেটারি সৌমজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বৈভব আগরওয়ালকে বাংলার সিইও অফিসে পাঠানো হচ্ছে। তাঁরা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের তত্ত্বাবধানেই কাজ করবেন।

 

অন্যদিকে, বুধবার ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করতে দিল্লির কমিশন দপ্তরে রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যজুড়ে ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল।

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে। আগামী ৪ ডিসেম্বর এনুমারেশন ফর্ম ফিল-আপ করে জমা দেওয়ার শেষ দিন।

 

তার আগে রাজ্যের সিইও দপ্তরে তিন অফিসারকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বাংলায় এসআইআরের কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সিইও অফিসেই নিযুক্ত থাকবেন। এই তিন অফিসার দিল্লির নির্বাচন সদনে কাজ করতেন। এসআইআরের কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা রাজ্যেই থাকবেন। রাজ্যের এসআইআরের কাজ নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক।

READ MORE.....