৯টি জঙ্গিঘাঁটি মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছে ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্র। বহু পাক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেনা জওয়াদের সেই অভিযানের বীরগাঁথাকে এবার অভিনব সম্মান জানানো হল আইপিএলের মঞ্চেও। মঙ্গলবার ইডেনে খেলার শুরুর আগেই দুই দল ভারতীয় সেনাকে স্যালুট জানায়। খেলা চলাকালীন একাধিকবার ডিজিটাল স্ক্রিনে দেখানো হয় ভারতীয় সেনাকে স্যালুট জানানোর কথা। বহু সমর্থক এদিন খেলা দেখতে আসেন তেরঙ্গা হাতে। খেলা চলাকালীন বাউন্ডারি লাইনের ধারের স্ক্রিনগুলিতেও বার্তা হিসাবে দেখানো হয়, “ভারতীয় সেনার জন্য আমরা গর্বিত। বস্তুত, অপারেশন সিঁদুরের প্রভাব সরাসরি আইপিএলে পড়তে চলেছে বলে খবর।
ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত এবং পরবর্তী পরিস্থিতির কথা ভেবে সম্ভবত আইপিএলের একটি ম্যাচ স্থগিত বা বাতিল করে দেওয়া হতে পারে। আরও একটি ম্যাচের ভেন্যু পরিবর্তন হতে পারে বলে খবর। বৃহস্পতিবার আইপিএলে ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামার কথা দিল্লি ক্যাপিটালসের। আবার আগামী ১১ মে ধরমশালাতেই পাঞ্জাব খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। সূত্রের দাবি, ধরমশালার বৃহস্পতিবারের ম্যাচটি আপাতত স্থগিত করা হতে পারে বা বাতিল করে দেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে সরকারি ঘোষণা এখনও করেনি বোর্ড। তবে শোনা যাচ্ছে, এই পরিস্থিতিতে ধরমশালায় খেলার ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। এছাড়া ১১ মে পাঞ্জাব-মুম্বই ম্যাচ যে ধরমশালায় হচ্ছে না, সেটা একপ্রকার নিশ্চিত। এর পর আরও বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়লে সেটা নিতে প্রস্তুত ভারতীয় বোর্ড।