পাকিস্তানের বালোচিস্তানে আবারও বড়সড় হামলা চালাল বেলুচ লিবারেশন আর্মি (BLA)। বোলান ও কেচ জেলায় দু’টি পৃথক হামলায় মোট ১৪ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এই হামলা বালোচ বিদ্রোহীদের দমন করতে পাকিস্তানের দীর্ঘদিনের চেষ্টা ব্যর্থ করে দিল।
প্রথম হামলাটি ঘটে বোলান জেলার শোরকান্দ অঞ্চলে। BLA-র স্পেশাল ট্যাকটিকাল অপারেশন স্কোয়াড একটি সামরিক কনভয়ের উপর রিমোট-কন্ট্রোল আইইডি বিস্ফোরণ ঘটায়। এতে ১২ জন সেনা নিহত হন, যাদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশনস কমান্ডার তারিক ইমরান এবং সুবেদার উমর ফারুক। বিস্ফোরণে সামরিক যানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
একই দিনে কেচ জেলার কুলাগ টাইগ্রান এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বোম ডিসপোজাল স্কোয়াডকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়। দুপুর ২:৪০ নাগাদ ক্লিয়ারেন্স অপারেশনের সময় আরেকটি আইইডি বিস্ফোরণে আরও দুই সেনা নিহত হন।
দুই হামলার দায় স্বীকার করে BLA-র মুখপাত্র জিয়ান্দ বালুচ এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনীকে “ভাড়াটে বাহিনী” বলে কটাক্ষ করেন। তিনি বলেন, “এই সেনাবাহিনী জাতীয় নয়, বরং আর্থিক স্বার্থে পরিচালিত এক বাণিজ্যিক বাহিনী।”
বালোচিস্তানের স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে এই হামলাগুলিকে বর্ণনা করে তিনি জানান, দমনমূলক বাহিনীর বিরুদ্ধে আরও তীব্র আক্রমণ চলবে।
পাক সেনার মতে, এই হামলাগুলির পিছনে আফগানিস্তান থেকে আসা সাহায্যের ভূমিকা রয়েছে।