‘অপারেশন সিন্দুর’-এর পর অন্যতম পরিচিত নাম কর্নেল সোফিয়া কুরেশি। ভারতের এই বীরকন্যা কলকাতাতেও কর্মরত ছিলেন বছর চারেক আগে। সেই সময় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগম আয়োজিত কেরিয়ার কাউন্সেলিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। বাংলার যুবক-যুবতীদের সেনায় যোগদানের কৌশল সম্পর্কে টিপস দিয়েছিলেন অনলাইনে। দেশের এই গৌরবের সময় তাঁকে সম্মান জানাতে পুরনো সেই কেরিয়ার কাউন্সেলিংয়ের ভিডিও বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগম বা ডব্লুবিএমডিএফসি। তাঁর সেই পরামর্শ যুব সমাজকে আরও উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সংখ্যালঘু বিত্ত নিগমের কর্মকর্তারা। শীঘ্রই কেরিয়ার কাউন্সেলিংয়ের পর্বগুলিকে নিয়ে বই প্রকাশ করা হবে।
সেদিন সোফিয়া কুরেশি বলেছিলেন, ‘জীবন একটাই, সেটা দেশের নামে লিখে দিতে পারলে ভালো হয়।’ প্রথমে ভেবেছিলেন বিজ্ঞানী হবেন। তবে মেয়েদের আর্মিতে যোগ দেওয়ার অপশন খুলে দিতেই পরিকল্পনা বদল করেন। ঠাকুরদার মতোই সেনায় যোগ দিয়েছেন অফিসার হিসেবে। ছাত্রছাত্রীদের সামনে নিজের সেই কথাগুলি তুলে ধরেছিলেন তিনি।
করোনার সময় এই রাজ্যের ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিং গাইড করতে অনলাইনে এপিসোড শুরু করা হয়েছিল। ১০০টি এপিসোড করা হয়েছিল। তাতে দেশের একাধিক সফল ব্যক্তিত্ব ছাত্রছাত্রীদের উপদেশ দিয়ে উদ্বুদ্ধ করেছিলেন। তেমনই একটি শো’তে হাজির হয়েছিলেন এই বীরকন্যা। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেসের মাধ্যমে সরাসরি আর্মি অফিসার হওয়ার বিষয়ে ছাত্রছাত্রীদের পরামর্শ দেন তিনি। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তরের সচিব পি বি সেলিম বলেন, সোফিয়া কুরেশি দেশের গর্ব। চার বছর আগে আমাদের অনলাইন কেরিয়ার কাউন্সেলিং গাইডে এসে যেভাবে সকলকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন তা মনে রাখার মতো।