ফের শব্দবাজির বিরুদ্ধে পুলিশ হানা। এলাকায় হানা দিয়ে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করল খানাকুল থানার পুলিশ। গত কয়েক দিন আগে এই নতিপপুর এলাকা থেকে বহুরকম শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। ফের তল্লাশি চালায় পুলিশ। জানা গেছে, বেআইনি বাজি তৈরির পাশাপাশি শব্দরাজি বিক্রি চলছিল। খানাকুল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নতিপপুর এলাকায় অভিযান চালায়। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে বহু শব্দবাজি। এগুলো উদ্ধার করে খানাকুল থানায় নিয়ে আসা হয়।