নেপাল সীমান্তে আইএসআইয়ের ১২ ঘাঁটির হদিশ। শরিফের দেশ থেকে অন্তত ১২ জন আইএসআই আধিকারিক উত্তরবঙ্গের অদূরে নেপাল সীমান্তে ওই ডেরা তৈরি করেছেন বলে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত-সহ বিভিন্ন অঞ্চলে সেনা ও কেন্দ্রীয় বাহিনীর মুভমেন্ট নিয়ে ওই টিম পাক সেনাদের খবর পাঠাচ্ছে বলে অভিযোগ গোয়েন্দাদের। অপারেশন সিঁদুরের পর ওই আইএসআই আধিকারিকদের কার্যকলাপ সম্পর্কে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এদিকে পাক চর সংস্থার ওই আধিকারিকরা নেপালে বসেই বেশ কয়েকজন এজেন্টকে ডেকে পাঠিয়ে বৈঠক করেছে বলেও গোয়েন্দারা জানতে পেরেছেন।
উত্তরবঙ্গ ও নেপালের এই এজেন্টদেরও সন্ধানে গোয়েন্দাদের টিম। যেহেতু উত্তরবঙ্গে ‘চিকেন নেক’-এর নিরাপত্তার উপর বিশেষ নজর দেওয়া হয়, তাই আইএসআইয়ের এই কার্যকলাপটিকেও গোয়েন্দারা গুরুত্ব দিয়ে দেখছেন।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পরই পাকিস্তানের ইসলামাবাদের আবপাড়া থেকে নেপালের কাঠমান্ডুতে এসে পৌঁছয় আইএসআইয়ের ওই টিম। তারা পাকিস্তান দূতাবাসে গিয়ে বৈঠকও করে। ওই বৈঠকের পর টিমের সদস্যরা মূলত বেছে নেয় নেপালের তিনটি জেলা। ইলাম, ঝাপা ও তাপলেজং জেলায় আলাদাভাবে আইএসআইয়ের ওই আধিকারিকরা ঘাঁটি তৈরি করেন। গোয়েন্দাদের মতে, পহেলগাঁওয়ের ঘটনার পরই পাক গোয়েন্দা সংস্থা আঁচ করে নেয় যে ভারত প্রত্যাঘাত করবে। তাই মূলত সেনাদের ‘মুভমেন্ট’ জানার প্রয়োজনেই নেপালের ওই জেলাগুলিতে ঘাঁটি তৈরি হয়।