আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মানবিক মুখ। বুধবার বর্ধমানের পালশিটে পথ দূর্ঘটনায় আহতদেরকে উদ্ধারে করলেন সাহায্য। ঐ এলাকায় বাসিন্দা বিজেপি কার্যকর্তাদের সাহায্যে তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। তারপর অ্যাম্বুলেন্স ডেকে আহতদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, এদিন কলকাতা থেকে আসানসোল যাচ্ছিলাম। সেই সময় দেখি বর্ধমানের পালশিটের কাছে দুটি বড় ডাম্পারের সংঘর্ষ হয়েছে। এরপর আমি স্থানীয় পুলিশ প্রশাসন ও অ্যাম্বুলেন্সকে ডেকে আহতদের উদ্ধারের ব্যবস্থা করি। হুগলির বিজেপির কার্যকর্তাদের সাহায্যে আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। তারপর আবার গন্তব্যের পথে রওনা হলাম। ঈশ্বরের কাছে আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। যাতে, তারা সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যান।