Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তিন দেশ সফরে মোদি ,জর্ডানে সই ৫ চুক্তিতে

তিন দেশ সফরে মোদি ,জর্ডানে সই ৫ চুক্তিতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দেশ সফরের প্রথম দুটি পর্বেই দেখা গেল উষ্ণ অভ্যর্থনার ছবি। জর্ডানে রাজার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর মঙ্গলবার তিনি পৌঁছলেন ইথিওপিয়ায়। সেখানে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। শুধু স্বাগত জানানোই নয়, তিনি মোদীকে নিজের গাড়িতে বসিয়ে হোটেলে পৌঁছে দেন। ‘গ্লোবাল সাউথ’-এ ভারতের এই গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মোদী প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইথিওপিয়া সফরে গেলেন।

 

এর আগে জর্ডানে সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেন রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে। গত ৩৭ বছরে এটি প্রথম পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক ভারতীয় প্রধানমন্ত্রীর জর্ডান সফর। ভারত-জর্ডান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। জর্ডানের রাজধানী আম্মানে দুই রাষ্ট্রপ্রধান সন্ত্রাসবাদ সহ একাধিক বিষয়ে আলোচনা করেন।

 

বৈঠকের পর সই হয় মোট পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা পত্রে। এই চুক্তিগুলির মধ্যে রয়েছে পুনর্নবীকরণ শক্তিতে প্রযুক্তিগত সহযোগিতা, জলসম্পদনা ব্যবস্থাপনা, পেট্রা ও এল্লোরার মধ্যে টুইনিং চুক্তি এবং ডিজিটাল সমাধান ক্ষেত্রের মতো বিষয়। মোদী আরও ঘোষণা করেন, আম্মানের আল হোসেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারত আরও বিনিয়োগ করবে। ইথিওপিয়া এবং জর্ডান সফরের পর মোদী শেষ করবেন তাঁর ত্রয়ী সফর। আগামী ১৭ ডিসেম্বর তিনি ওমানের উদ্দেশ্যে রওনা হবেন এবং ১৮ তারিখ দেশে ফিরবেন।

READ MORE.....