Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

যোগ্য ভোটার বাদ যাবে না, আশ্বাস সিইও-র

যোগ্য ভোটার বাদ যাবে না, আশ্বাস সিইও-র

বাংলায় পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন, কোনও যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। তিনি ঘোষণা করেছেন, যুক্তিসঙ্গত কারণে প্রথম বার শুনানিতে যোগ দিতে না পারলে দ্বিতীয় বার সুযোগ দেওয়া হবে। কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের নাম রয়েছে।

 

এই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম। এদের মধ্যে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন মৃত, ১২ লক্ষ ২০ হাজার ৩৯ জন নিখোঁজ এবং প্রায় ২০ লক্ষ স্থানান্তরিত ভোটার রয়েছেন। সিইও জানিয়েছেন, খসড়া তালিকায় নাম না থাকলে ভোটাররা প্রথমে জেলাশাসক এবং পরে সরাসরি সিইও দফতরে অভিযোগ জানাতে পারবেন। হুগলির কাউন্সিলর বাদ যাওয়ার ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি। ইচ্ছাকৃত ভুল হলে বিএলও-এর বিরুদ্ধে পদক্ষেপ করার কথাও বলেছেন মনোজ আগরওয়াল। কমিশন ভোটারদের তিনটি ভাগে ভাগ করেছে: নিজস্ব ম্যাপিং, প্রোজেনি ম্যাপিং এবং নন-ম্যাপিং।

 

৩০ লক্ষ ‘নন-ম্যাপিং’ তালিকাভুক্ত ভোটারকে শুনানিতে ডাকা হবে। পাশাপাশি, ১ কোটি ৬৭ লক্ষের বেশি ভোটারের এনুমারেশন ফর্মে তথ্যগত সন্দেহ রয়েছে (যেমন: বাবা-মায়ের সঙ্গে কম বয়সের পার্থক্য বা একই বাবার নামে একাধিক ভোটার)। এই নামগুলি বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে পুনরায় যাচাই করবেন। যাচাই সন্তোষজনক না হলে তাঁদেরও শুনানিতে ডাকা হবে। শুনানিপর্বের জন্য ২৮০০ অতিরিক্ত ইআরও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন সিইও। বুধবার থেকেই শুনানির নোটিস দেওয়া শুরু হবে। ফাইল ফটো।

READ MORE.....