Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ওসির বন্দুকের গুলি ও বাম আমলের খুন, দেড় দশক পর সিবিআই তদন্তের নির্দেশ

ওসির বন্দুকের গুলি ও বাম আমলের খুন, দেড় দশক পর সিবিআই তদন্তের নির্দেশ

দেড় দশক ধরে থমকে থাকা তদন্তে এবার নতুন মোড়। হুগলির জঙ্গিপাড়ার তৃণমূলকর্মী রবিন ঘোষ খুনের মামলায় কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের ভার দিল কলকাতা হাইকোর্ট। ২০১০ সালে বাম জমানার সেই হত্যাকাণ্ডে তৎকালীন ওসির বিরুদ্ধে সরকারি বন্দুক থেকে গুলি চালানোর যে গুরুতর অভিযোগ উঠেছিল, তার কিনারা করতেই বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

 

দীর্ঘ ১৫ বছর ধরে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি এই মামলার তদন্ত করলেও কোনও সমাধান সূত্র না বেরনোয় আদালতের এই কড়া পদক্ষেপ। ঘটনার সূত্রপাত ২০১০ সালে, হুগলির প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে, জঙ্গিপাড়া থানার তৎকালীন ওসি তাপসব্রতী চক্রবর্তী সিপিএম কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় চড়াও হন। সেই সময় সরকারি আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে খুন করা হয় রবিন ঘোষকে। রাজ্যে পালাবদলের পরও এই মামলার জট কাটেনি।

 

তৃণমূল জমানার প্রায় দেড় দশক পার হতে চললেও তদন্তে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় শেষমেশ আদালতের দ্বারস্থ হয় নিহতের পরিবার। পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে যে, দীর্ঘ সময়েও মূল অপরাধীদের আড়াল করা হয়েছে। সিআইডি এই মামলায় কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার আদালত সাফ জানিয়ে দেয়, দীর্ঘ ১৫ বছরেও যেহেতু তদন্তের কোনও কিনারা হয়নি, তাই এবার সিবিআই এই মামলার দায়িত্ব নেবে। যাবতীয় নথিপত্র অবিলম্বে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ভোট-পরবর্তী হিংসার মতো একাধিক স্পর্শকাতর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবার বাম আমলের এক বিতর্কিত খুনের ঘটনায় কেন্দ্রীয় সংস্থার প্রবেশ রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর তৈরি করেছে। সিবিআই তদন্তের নির্দেশে অবশেষে ন্যায়বিচারের আশা দেখছেন নিহতের পরিজনরা। ১৫ বছর পর পোড় খাওয়া এই মামলার জট ছাড়াতে কেন্দ্রীয় গোয়েন্দারা কত দ্রুত পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার।

READ MORE.....