হিন্দু না মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন?’ এ হেন প্রশ্ন তোলা সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে কবর দেওয়া হবে কট্টরপন্থী, মৌলবাদী, ভারতবিদ্বেষী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে । বাংলাদেশের একাধিক সাংবাদমাধ্য়মের দাবি, এমনটাই ইচ্ছে হাদির পরিবারের। যদিও ‘একই বৃন্তে দুটি কুসুম…’-এর কবির পাশে ভারতবিদ্বেষী চরমপন্থী যুব নেতাকে সমাধিস্ত করা কতটা যুক্তিযুক্ত হবে, তা নিয়ে প্রশ্ন তুলছে পদ্মপাড়ের মুক্তমনারা। আপাতত যাঁরা কোণঠাসা।
শুক্রবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে, শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে মরদেহ সংরক্ষণের পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে গিয়ে অবস্থান করবেন। পোস্টে আরও জানানো হয়, দাফনের সিদ্ধান্ত অনুযায়ী মানিক মিয়া অ্যাভিনিউতে শেষকৃত্যের আচার পালিত হবে। এরপর আগামিকাল মিছিল-সহ মরদেহ সেন্ট্রাল মসজিদে আনা হবে। সব শেষে পরিবারের ইচ্ছে মতো নজরুলের সমাধির পাশে কবর দেওয়া হবে হাদিকে।













