ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সরব হল নক্সালবাড়ি গ্রাম পঞ্চায়েত। রবিবার নক্সালবাড়ি বাজারে ব্যবসায়ীদের বাংলা ভাষায় সাইনবোর্ড লাগানো বাধ্যতামূলক করার লক্ষ্যে অভিযান চালায় পঞ্চায়েত কর্তৃপক্ষ।
পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়, ইংরেজি বা হিন্দি ভাষার পাশাপাশি অবশ্যই বাংলা ভাষায় দোকানের সাইনবোর্ড থাকতে হবে। এছাড়া বাজার এলাকায় যানজট নিরসনের উদ্যোগ ও প্রকাশ্যে মাংস কাটা বন্ধের দাবিও জানানো হয়।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো, উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ, ব্যবসায়ী সমিতির সদস্য, স্থানীয় পুলিশ ও ট্রাফিক আধিকারিকরা। উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ বলেন, বাংলা ভাষার উপর অত্যাচারের প্রতিবাদে আমরা এই পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি, দোকানের সামনে দীর্ঘক্ষণ টোটো দাঁড়িয়ে থাকায় ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে—এ ব্যাপারেও সতর্ক করা হয়েছে।














