আইপিএল নিলামের আগেই ক্যামেরন গ্রিনকে ঘিরে ছিল ব্যাপক আগ্রহ ও রোমাঞ্চ। সেই উত্তেজনার চূড়ান্ত রূপ দেখা যায় নিলামের দিন। বিদেশি খেলোয়াড় হিসেবে রেকর্ড দামে দল পান এই অজি অলরাউন্ডার। তবে নিলামের রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে হতাশ করলেন গ্রিন । মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল নিলামে গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ টাকায় দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি আইপিএল ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। নিলামের পুরো সময়জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। কিন্তু পরদিনই, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টে ব্যাটিং ব্যর্থতায় শিরোনাম বদলে যায়।
বুধবার অ্যাডিলেডে প্রথম দিনের খেলায় মাত্র দুই বল টিকতে পেরেছেন গ্রিন। কোনো রান না করেই ফিরে যান প্যাভিলিয়নে। ইংল্যান্ডের গতিময় পেসার জোফরা আর্চার-এর বলে লেগ সাইডে শট খেলতে গিয়ে মিড উইকেটে ব্রাইডন কার্স-এর হাতে ক্যাচ তুলে দেন তিনি। নিলামের আগে থেকেই গ্রিনকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে রীতিমতো লড়াই চলে। শুরুতে আগ্রহ দেখায় কেকেআরের পাশাপাশি রাজস্থান রয়্যালস। পরে দৌড়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত সবাইকে টপকে রেকর্ড দাম দিয়ে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে দলে নেয় কলকাতা।
গ্রিনকে পেয়ে সন্তুষ্ট কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেন, ‘গ্রিনকে পেয়ে আমরা খুশি। সে আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল। যদিও দাম অনেক বেড়ে গিয়েছিল, তবুও তাকে পেয়ে দল আরও শক্তিশালী হবে। ’ তবে নিলামে ২৫ কোটি ২০ লাখ টাকা উঠলেও পুরো অর্থ পাচ্ছেন না গ্রিন। এবারের নিলামের আগে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিশেষ নিয়ম করেছে বিসিসিআই। সেই নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি খেলোয়াড়কে ১৮ কোটি টাকার বেশি দেওয়া যাবে না। অতিরিক্ত অর্থ জমা হবে ক্রিকেটার কল্যাণ তহবিলে। ফলে গ্রিন পাবেন ১৮ কোটি টাকা , আর বাকি ৭ কোটি ২০ লাখ টাকা যাবে বিসিসিআইয়ের খেলোয়াড় উন্নয়ন তহবিলে ।














