Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

লাভপুরের তৃণমূল বিধায়কের মন্তব্যে চাঞ্চল্য

লাভপুরের তৃণমূল বিধায়কের মন্তব্যে চাঞ্চল্য

সারা বছর তৃণমূল, ভোট এলেই পদ্মফুল। এটা খুব দুঃখ হয়, খারাপ লাগে। তৃণমূল অঞ্চলে বিজেপির কাছে বারবার হেরে যাওয়া নিয়ে লাভপুরের তৃণমূল বিধায়কের মন্তব্যে চাঞ্চল্য। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন। গুরুত্বপূর্ণ ভোটের আগে বীরভূমের লাভপুর বিধানসভার অঞ্চল ভিত্তিক জনসভা করছে ব্লক তৃণমূল নেতৃত্ব। শনিবার লাভপুর বিধানসভার ইন্দাশ অঞ্চলে তৃণমূলের জনসভা ছিল।

 

সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে লাভপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, সারা বছর তৃণমূল, আর ভোট এলেই পদ্মফুল। খুব দুঃখজনক। শুনলে খারাপ লাগে। জেলার সাথে সামঞ্জস্য রেখে লাভপুর বিধানসভায় প্রচুর উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা, আলো বিদ্যুৎ সবকিছুই। সারা বছর তৃণমূল মানুষের পাশে থাকে। কিন্তু অদ্ভুত বিষয় নির্বাচন নিলেই এই সমস্ত মানুষগুলো বিজেপি হয়ে যায়। চোখের সামনে পদ্মফুল দেখে। ভরা জনসভায় হঠাৎ করে এধরনের কেন মন্তব্য করলেন লাভপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা ?

 

পরিসংখ্যান বলছে, ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লাভপুর বিধানসভা কেন্দ্রে জয়ী লাভ করলেও, লাভপুর ব্লকের গুরুত্বপূর্ণ অঞ্চল ইন্দাশ। সেই অঞ্চলে একুশের বিধানসভায় আড়াই হাজার ভোটে বিজেপির কাছে পরাজিত। পাশাপাশি ২৪ এর লোকসভা ভোটে ২২০০ ভোটে তৃণমূল হেরেছে বিজেপির কাছে। স্বাভাবিকভাবেই তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা ফলাফল দেখে বিস্মিত। তাই তিনি এভাবে দুঃখ প্রকাশ করছেন। এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক মহল।

READ MORE.....