Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পুড়শুড়াতে বিজেপির সভায় শুভেন্দু

পুড়শুড়াতে বিজেপির সভায় শুভেন্দু

পুড়শুড়াতে বিজেপির সভায় শুভেন্দু অধিকারী। এদিনের সভায় নিজের বক্তব্যে ২৬-এর বিধানসভা নির্বাচনকে ফাইনাল ও এসআইআর লাগু হওয়াকে সেমিফাইনাল হিসেবে তুলে ধরলেন শুভেন্দু। এছাড়া শুভেন্দু বলেন, এসআইআর না হলে নির্বাচনই হবে না। নো এসআইআর নো ভোট। যদি ভোট না হয় তাহলে নির্দিষ্ট সময়ের পর রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে।

 

ইতিমধ্যেই ১৩ লক্ষ আধার ডিঅ্যাক্টিভেট হয়েছে। ১৬ লক্ষ্য ডবল অ্যাক্টিভেট কার্ড বন্ধ হয়েছে। শুরুতেই ২৯ লক্ষ বাদ চলে গিয়েছে। এসআইআর হলে ১ কোটি নাম বাদ যাবে। শুক্রবার পরশুড়া সোদপুর এলাকায় একটি জনসভায় বললেন। এই সভাতে উপস্থিত ছিলেন পুরশুড়া বিধায়ক বিমান ঘোষ ছাড়াও বিজেপির অন্যান্য নেতৃত্বরাও। এরাজ্যে নারীরা সুরক্ষিত নয়। দুর্গাপুর থেকে কামদুনি সর্বত্র নারীদের নির্যাতিত হতে হচ্ছে। নারীসুরক্ষার জন্য এরাজ্যে বিজেপিকে আনতে হবে।

READ MORE.....