Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কাঁথিতে শুভেন্দুর ‘রান ফর ইউনিটির’ ম্যারাথন দৌড়

কাঁথিতে শুভেন্দুর ‘রান ফর ইউনিটির’ ম্যারাথন দৌড়

সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী সাডম্বরে পালিত হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে। এই উপলক্ষ্যে রাজ্যনির্দেশ অনুযায়ী বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে শুক্রবার সকাল ৭টায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে কাঁথির পোষ্ট অফিস মোড়ের স্বামী বিবেকানন্দ এর মূর্তির পাদদেশ পর্যন্ত “রান ফর ইউনিটির” ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো।

এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, জেলা সভাপতি সোমনাথ রায়, জেলা সাধারণ সম্পাদক ড. চন্দ্রশেখর মন্ডল সহ জেলার ও মন্ডলে অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ।

ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপনের পর এই ম্যারাথন দৌড় এর সূচনা হয়। স্বামীজীর মূর্তিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এর মাধ্যমে সমাপ্তি হয়।

READ MORE.....