Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জেলেই খুন ইমরান খান? বাড়ছে গুঞ্জন

জেলেই খুন ইমরান খান? বাড়ছে গুঞ্জন

হঠাৎই সোশাল মিডিয়ায় টপ ট্রেন্ড পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান । গুঞ্জন জেলেই খুন করা হয়েছে তাঁকে! যদিও এখনও পর্যন্ত কোনও নির্ভরযোগ্য সংবাদ এজেন্সি বা সূত্র এই খবরকে মান্যতা দেয়নি।

‘আফগান টাইমস’ নামের এক এক্স হ্যান্ডলে প্রথম ইমরানের মৃত্যু সংক্রান্ত দাবি করা হয়। পরে আরও কোনও কোনও সূত্র থেকে এই গুঞ্জন জোরালো হতে থাকে। কিন্তু কীসের ভিত্তিতে এমন দাবি? জানা যাচ্ছে, ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে তাঁর পরিবারকে।

 

এবং আলাদা সেলে রাখা হয়েছে তাঁকে, অন্য বন্দিদের সঙ্গে নয়। গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ করতে আসেন তাঁর বোনেরা। সেই সময়ে তাঁদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রীর তিন বোন আলেমা, উজমা এবং নওরিন খান জেলের বাইরেই ১০ ঘন্টা ধরে অবস্থান ধর্মঘট করেন। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

READ MORE.....